আখাউড়া পৌর নির্বাচনে ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ


প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেন রতন, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, মো. মশিউর রহমান বাবুল, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকিরা সংরক্ষিত ও সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার দিনব্যাপী প্রার্থীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত ৩৩ জন প্রার্থী নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আখাউড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৭১ জন ও নারী ভোটার ১২ হাজার ৩৭৫ জন।

নির্বাচনে আওয়ামী লীগ থেকে ছয়জন, বিএনপি থেকে দুইজনসহ বেশ কয়েকজন মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া অর্ধ-শতাধিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।