জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা


প্রকাশিত: ০৫:০৮ এএম, ২৬ নভেম্বর ২০১৫

দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের সত্যতা নিশ্চিত করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় চীনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া।

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই প্রথম জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া। এর আগে গতকাল বুধবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

এদিকে আসন্ন পৌর নির্বাচনে অংশ গ্রহণের বিষয়টি আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করবে বিএনপি। সেক্ষেত্রে সর্বশেষ জোট নেতাদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হবে বলে বিএনপি সূত্রে এমন তথ্যই জানা গেছে।

এমএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।