বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ৪
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে তিন কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে পোর্ট থানা এলাকার সাদিপুর ও দৌলতপুর সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন খুলনার দৌলতপুর এলাকার সোলেমানের ছেলে আজাদ (৩২), জলিল মন্ডলের ছেলে ঝন্টু (৪০), রহিম বিশ্বাসের ছেলে লিটন (৩৫) ও কুষ্টিয়ার চরপাড়া গ্রামের তাজেল মন্ডলের ছেলে দুলাল (৩০)।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন ও খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়- চোরাকারবারীরা ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিকস নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
এ সময় সাদিপুর সীমান্তের মেহগনী বাগান পোস্ট এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি টাকা মূল্যের তিন হাজার পিস শাড়ি ও দৌলতপুর সীমান্ত থেকে ১৫ লাখ টাকা মূল্যের কসমেটিকসসহ চার চোরাকারবারীকে আটক করা হয়। আটক মালামাল কাস্টমসের আটক শাখায় জমা দেয়া হবে বলে বিজিবি জানায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান, আটক চার চোরাকারবারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।
মো. জামাল হোসেন/বিএ