আমরা অর্থনেতিক মুক্তি অর্জনের পথে রয়েছি : শামছুল হক ভূঁইয়া


প্রকাশিত: ০২:২১ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হওয়ার কারণেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনেতিক মুক্তি অর্জনের পথে রয়েছি।

তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে বর্তমান সরকার শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করছে। আশা করছি পর্যায়ক্রমে দেশের স্বাধীনতা বিরোধী এসব বিশ্বাসঘাতকদের বিচারের কাজ সম্পন্ন করবেন জননেত্রী শেখ হাসিনার সরকার।  

২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

Chadpur

মুক্ত দিবস উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সহিদ উল্ল্যা তপাদার ও প্রেসক্লাব সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর অতিরিক্তি জেলা প্রশাসক অহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউএনও জয়নাল আবদিন বক্তব্য রাখেন।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এএসপি (প্রবি) অহিদুজ্জামান জয়, ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি নাজমুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাফিজ খান, সহকারী কমান্ডার (সাংগঠনিক) মহসীন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন। এসময় উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে মুক্ত দিবস উপলক্ষে একটি আনন্দ র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ, মুক্ত দিবস উদযাপন পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ সাংস্কৃতিক ঐক্য পরিষদ, ফরিদগঞ্জ লেখক ফোরাম পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে ওয়াপদাস্থ সভাস্থলে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন অতিথিবৃন্দ।

সন্ধ্যায় মুক্ত দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়। এদিকে সমাবেশ শেষে অতিথিবৃন্দ ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।