আইসেসকো সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের পথে শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৫ নভেম্বর ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ISESCO) এর ১২তম সাধারণ সম্মেলনে যোগদানের জন্য আজারবাইজান উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

সম্মেলনে যোগ দিতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলটি বুধবার হযরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে আজারবাইজানের উদ্দেশে রওয়ানা দেয়। শিক্ষামন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওআইসিভুক্ত সদস্য দেশসমূহের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার লক্ষ্যে গঠিত আইসেসকোর’র দুইদিনব্যাপি এ সাধারণ সম্মেলন ২৬ ও ২৭ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন।  শিক্ষামন্ত্রী সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে। সম্মেলন শেষে আগামী ২৯ নভেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা  রয়েছে।

ইতোমধ্যে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান বাকুতে গত ২৩ নভেম্বর থেকে শুরু ২ দিনব্যাপি আইসেসকো নির্বাহী কাউন্সিলের ৩৬তম অধিবেশনে যোগ দিয়েছেন। শিক্ষাসচিব আইসেসকো কাউন্সিল অধিবেশনে যোগদান শেষে ২৬ নভেম্বর ঢাকা ফেরার কথা রয়েছে।

এনএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।