রিতা কাৎজের এজেন্ট থাকতে পারে বাংলাদেশে : ডিবি


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৫ নভেম্বর ২০১৫

বাংলাদেশে কথিত জিহাদীদের প্রচারণামূলক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’-এর কর্ণধার রিতা কাৎজের এজেন্ট থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, রিতা কাৎজ বিভিন্ন সময়ে ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে জঙ্গিদের বিষয়ে নানা তথ্য দিয়ে থাকে। তবে মাঝে মাঝে সে জঙ্গিদের তথ্য হাইড (গোপন) করে থাকে। বাংলাদেশেও রিতার কাৎজের এজেন্ট থাকতে পারে।
 
তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস)`র কোনো সাংগঠনিক কাঠামো নেই। যেসব জঙ্গি সংগঠন রয়েছে তারাও ঝিমিয়ে পড়েছে। তাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে তাদের ক্রেডিট বাড়ানোর চেষ্টা করছে। আর আইএসও তাদের স্বীকৃতি দিচ্ছে।

সম্প্রতি ভারতীয় দৈনিক হিন্দু পত্রিকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশ থেকে আইএসের দুই জন ভারতে চলে গেছে।

তবে এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, “যেহেতু আমি সাক্ষাৎকারটি পরিনি। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারবো না।"
 
এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।