কক্সবাজারে ছাত্র অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি


প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

কক্সবাজার শহরে রাশেদুল ইসলাম (১৯) নামে এক মাদরাসা ছাত্রকে অপরহণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারী চক্র। গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহর থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় রাশেদুল।

রাশেদ কক্সবাজার সদরের পিএমখালী উত্তরপাতলী এলাকার আমিনুল হকের ছেলে এবং স্থানীয় হজরত আবু বক্কর ছিদ্দিক (রা) দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।

এ বিষয়ে অপহৃতের বাবা আমিনুল হক র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ ও কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করেছেন।

আমিনুল হক বলেন, ‘একটি মোবাইল নম্বর থেকে আমাকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। দাবিকৃত টাকা না দিলে আমার ছেলের লাশ গুম করার হুমকি দেয়া হচ্ছে। বিষয়টি প্রশাসনকে অভিযোগ করেছি।’

এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দুর রহিম জানান, অপহৃত রাশেদুল ইসলামের বাবা থানায় অভিযোগ করেছেন। ‘কললিস্ট’ বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।