নাজমুলের বোলিং তোপে ব্যাকফুটে বরিশাল


প্রকাশিত: ০২:০১ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সুপারস্টারসের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিশেহারা বরিশাল বুলস। ৮০ রানে দলের প্রথম সারির সাত ব্যাটসম্যানকে হারিয়ে মারাত্মক চাপে রয়েছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান।

বোপারার বলে আগের ম্যাচের সেরা তারকা কেভিন কুপারকে হারিয়েছে বরিশাল। মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ক্যারাবিয়ান। ম্যাচের ১৩তম ওভারে জোড়া আঘাত হানেন নাজমুল ইসলাম অপু। রবি বোপারা হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাজমুল ইসলাম মিলন। এর তিন বল আগে দলের বরিশালের সেরা তারকা সাব্বির রহমানকে ওয়াইজ শাহর ক্যাচে পরিণত করেন অপু।

দলীয় ৫৩ রানে ভুল বোঝাবুঝির ফলে রান অউটে কাটা পড়েন মাহমুদউল্লাহ। দলের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন ব্র্যান্ডেন টেইলর। নাজমুল ইসলাম নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ফিরিয়েছেন এই জিম্বাবুইয়ানকে। আর বরিশাল শিবিরে প্রথম আঘাত হানেন শুভাশিস রয়। মুশফিকুর রহিমের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান রনি তালুকদারকে। ১৫ বলে ২০ রান করেন রনি।

পরের ওভারে ফিডেল এডয়ার্ডের বলে বোপারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আরেক ওপেনার শাহরিয়ার নাফিস। ১১ বলে ১২ রান করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।