সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতির মালামাল উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাগলাবাড়ি এলাকা থেকে ডাকাতির মালামাল উদ্ধার করেছে সাভারের আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানা পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ি এলাকা শাহজালাল সাজুর বাড়ি থেকে এ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা হবে বলে জানায় পুলিশ।
এ সময় পুলিশ সিদ্ধিরগঞ্জ থেকে শাহজালাল সাজুর শ্যালক আলী ইমামকে গ্রেফতার করে বলে জানায় পুলিশ ও এলাকাবাসী।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মোল্লা জানান, গত ১০ নভেম্বর আশুলিয়ার জিরাবোতে মুনস্টার মার্কেটিং প্রাইভেট লি. এর টিনসেড গোডাউনে থাকা আমদানিকৃত এসি ও এসি এক্সসরিজসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নেয় ১৫/২০ জনের একটি ডাকাত দল। পরে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের পাগলাবাড়ি এলাকার শাহজালাল সাজুর বাড়ি থেকে এই লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
ডাকাতদল নেতা হানিফের তথ্যনুসারে শাহজালাল সাজুর বাড়িতে পুলিশ অভিযান চালায় বলে জানায় পুলিশ। এসময় তার শ্যালক আলী ইমামকে পুলিশ গ্রেফতার করে বলে এলাকাবাসী ও পুলিশ জানায়। এছাড়া পুলিশ হানিফ, সুজন ও রাসেলকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করার কথা তারা স্বীকার করেছে। বাকি ডাকাতদের আটক করতে অভিযান পরিচালনা হচ্ছে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী জানায়, শাহজালাল সাজুর নের্তৃত্বে ওই এলাকায় সালাহউদ্দিন, শাহ আলম, মোজাম্মেল, মোশারফ ওরফে বিদ্যুৎ মোশারফ, রহমত, স্বপনসহ একটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেট এলাকায় ভূমিদস্যুসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে বলে এলাকাবাসী জানায়। পুলিশের অভিযানের ব্যাপারটি টের পেয়ে শাহআলম ও মোজাম্মেলসহ অন্যরা পালিয়ে যায় বলে জানায় এলাকাবাসী।
হোসেন চিশতী সিপলু/ এমএএস/পিআর