জামায়াতের বিক্ষোভ বৃহস্পতিবার


প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

আগামী বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বার্তায় এই কর্মসূচি ঘোষণা করেন।

যদিও গত সোমবার দলটির ডাকা হরতালে সাড়া দেয়নি সাধারণ মানুষ। মাঠে ছিলো না দলটির কোনো নেতাকর্মীও।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের গ্রেফতার ও নির্যাতন চালানোর প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সরকার গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীকে মোকাবেলায় ব্যর্থ হয়েছে। তাই মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।

সোমবার যশোরের আসিফ ভিলা নামক একটি ছাত্রাবাসে ইসলামী ছাত্রশিবিরের নেতা ও এমএম কলেজের ছাত্র হাবিবুল্লাহ ও কামরুল ইসলামকে হত্যা ও  আল-মামুনকে আহত করার ঘটনায় নিন্দা এবং প্রতিবাদও জানানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত বলে বিবৃতির মাধ্যমে দাবি করে জামায়াত।

এএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।