সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুুপরে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গ্রুপের কর্মীদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সকালে সিলেট সরকারি কলেজে থেকে নিপু গ্রুপের কর্মী মিহাদকে ধাওয়া করেন কামরুল গ্রুপের নজমুল, আনসার, টিটু। ধাওয়া খেয়ে মিহাদ নগরের রাজপাড়া এলাকার রাস্তা দিয়ে পালানো চেষ্টাকালে নজমুল, আনসার, টিটু তাকে ধরে ফেলে। এ সময় তারা মিহাদকে মারধর করেন।
দুপুর ২টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মীরা টিলাগড় বাজারে কামরুল গ্রুপের কর্মীদের খুঁজতে থাকেন। এ সময় কামরুল গ্রুপের কর্মী সঞ্জয় চৌধুরীকে তারা ধাওয়া করে। ধাওয়া খেয়ে সঞ্জয় পালিয়ে যান। পরে নিপু গ্রুপের কর্মীরা টিলাগড় বাজারের রাজমহল সুইটমিটসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে।
এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু বলেন, শুনেছি কিছু জুনিয়র ছেলে টিলাগড়ে জামেলা করেছে। তবে ভাঙচুরের বিষয়ে কিছু জানা নেই।
অন্যদিকে, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলামের মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ছামির মাহমুদ/এআরএ/পিআর