হেফাজতের হরতালের সমর্থনে ইসলামী আন্দোলনের মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৭ মার্চ ২০২১

হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে দলটির প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

শনিবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ৩টার আগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা মোড়ে এসে ৩টা ৫০ মিনিটের দিকে শেষ হয়।

এসময় মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘জনতা মুক্তি পাক পুলিশি রাষ্ট্র নিপাত যাক’, ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘আগামীকালের হরতাল সফল হোক সফল হোক’ স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

jagonews24

এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেয় পুলিশ সদস্যরা। তবে মিছিলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে ২৬ মার্চ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে চারজন নিহত হন।

এ ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ এবং রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

পিডি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।