১৫৪ সহকারী অধ্যাপককে সিলেকশন গ্রেড প্রদান


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৪ নভেম্বর ২০১৫

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৫৪ সহকারী অধ্যাপককে সিলেকশন গ্রেড প্রদানের জন্য খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়েছে। মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, চাকরিতে ১০ বছর পূর্তি হওয়ায় ১৫৪ জন সহকারী অধ্যাপকে ৫ম গ্রেড (২২২৫০-৩১২৫ টাকা) সিলেকশন গ্রেড প্রদানের জন্য খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যে কোনো ভুল থাকলে বা কোনো যোগ্য শিক্ষক বাদ পড়লে তাদের আগামীকাল বুধবারের মধ্যে মাউশিতে [email protected] ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।