পাঁচ দফা দাবিতে ভোটার ঐক্যের মানববন্ধন


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৪ নভেম্বর ২০১৫

বর্তমান গণতন্ত্রিক সরকারের সময় নিবন্ধন আইন সংশোধন করে ১০টি জেলা ও ২৫টি উপজেলায় রাজনৈতিক দলের কার্যালয় বাধ্যতামূলক করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ভোটার ঐক্য নামের একটি সংগঠন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবনন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমার অবগত আছি সরকার সারাদেশে দলীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার ঘোষণা দিয়েছে। আমরা এজন্য সরকার ও নির্বাচন কমিশনকে অভিন্দন জানাই।

এসময় তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

এক. বর্তমান রাজনৈতিক দলের নিবন্ধন আইনের গঠনমূলক পরিবর্তন চাই। বর্তমান গণতন্ত্রিক সরকারের সময় নিবন্ধন আইন সংশোধন করে ১০টি জেলা ও ২৫টি উপজেলায় রাজনৈতিক দলের কার্যালয় বাধ্যতামূলক করা হোক।

দুই. স্বতন্ত্র প্রার্থীদের বেলায় এক শতাংশ ভোটারের লিখিত সমর্থনের ধারাটি রহিত করা হোক।

তিন. পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি ভোটে একজন ডেপুটি মেয়র ও একজন নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিধান রাখা হোক।

চার. ডিসি ও টিএনও এর পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটানিং অফিসারের দায়িত্ব দেওয়া হোক।

পাঁচ. পৌর নির্বাচন ৩ মাস পেছানো হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, গণঅধিকার পার্টির সভাপতি হোসেন মোল্লা, স্বরাজ মঞ্চের সমন্বয়কারী মোহম্মাদ মাসুদ,বাংলাদেশ লোকশক্তি পার্টির আহ্বায়ক শাহীকুল আলম টিটু প্রমুখ।

এএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।