মতলবে কে পাচ্ছেন আ. লীগ ও বিএনপির টিকিট


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৪ নভেম্বর ২০১৫

মতলব পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের চলছে প্রচার-প্রচারণা। কে পাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন এ নিয়ে পৌর এলাকায় সর্বত্র চলছে আলোচনার ঝড়।

তবে আওয়ামী লীগের ক্ষেত্রে মনোনয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর কাছেই ধরনা দিচ্ছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। বিএনপির গ্রুপিংয়ের কারণে দলীয় মনোনয়ন দিতে গিয়েও বেকাদায় পড়তে পারে নেতারা। এক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হয়ে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়-ঝাপ শুরু হয়েছে। এদের মধ্যে রয়েছে-মতলব পৌর আ.লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল-আমিন ফরাজী, উপজেলা আ.লীগের সভাপতি এএইচএম গিয়াসউদ্দিন, মতলব পৌরসভার প্রথম চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নুরু, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ.লীগ নেতা মহসিন মৃধা এবং সদ্য আ. লীগে যোগদানকৃত মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার পারভেজ মিয়াজী।

ইতোমধ্যে এরা আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের মেয়র প্রার্থী হিসেবে পরিচিত করে তুলেছেন এবং নির্বাচনী আমেজ সৃষ্টি করেছেন।

এদিকে, মতলব পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও বসে নেই। মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে। এছাড়াও তাদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মতলব। প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য প্রার্থীদের রং-বেরংয়ের পোস্টার ও ডিজিটাল ব্যানার ফেস্টুনে ছেঁয়ে গেছে অলি-গলি। মতলব পৌরসভার দু’বারের নির্বাচিত মেয়র ও জেলা বিএনপির সদস্য এনামুল হক বাদল ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরও দু’জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বিল্লাল হোসেন মৃধা ও বিএনপি নেতা ও মতলব উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।