ফেসবুক থেকে বিদায়ের কথা ভাবছেন খালেদা জিয়ার প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২০ মার্চ ২০২১

ফেসবুক থেকে বিদায় নেয়ার কথা ভাবছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। শনিবার (২০ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এক পোস্টে তিনি তার এই কথা জানান।

মারুফ কামাল খান তার পোস্টে লিখেন, ‘বেয়াদব, ধান্দাবাজ, ইতর, ফালতু, দালাল, চামচা, অতিবিপ্লবী, মূর্খ, হঠকারী, ভণ্ড, জোচ্চোর ও মহাপণ্ডিতদের দৌরাত্ম্যে শেষ অব্দি ফেসবুকও ছাড়বো কিনা ভাবছি।’

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের এই পোস্টে বেশ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এজমল হোসেন পাইলট লিখেছেন, ‘আমরা চাই আপনি থাকুন। আমরা অল্প কিছু হলেও তো আছি, পাশে।’

মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি শিরিন সুলতানা লিখেছেন, ‘ধৈর্য ধৈর্য ধৈর্য।’

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সেলিনা সুলতানা নিশিতা লিখেছেন, ‘না ভাইয়া ফেসবুক ছাড়া যাবে না, তারাতো চান আপনার মতো যারা সত্যের পক্ষে অবস্থান নিল তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমেও না থাকেন, সত্য তুলে না ধরেন, তাদের এই অসত্যের রাজার রাজত্বে তারাই থাকবেন।’

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ফেসবুক ব্যবহার করেন না।

কেএইচ/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।