মৎস্যজীবী লীগের সভায় এলেন না অতিথিরা


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনা সভা এবং বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি, প্রধান আলোচক এবং তিন বিশেষ অতিথির মধ্যে দুইজন অংশ নেননি। সভায় কি কারণে অতিথিরা অংশ নেননি তার কোনো ব্যাখ্যাও দেননি আয়োজকরা।

তবে বিশেষ অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকেই অবশেষে প্রধান অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সভাটির আয়োজন করে।

সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রধান অতিথি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রধান আলোচক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

রঙ্গিন ব্যানারেও ওই অতিথিদের নাম লেখা ছিল। শেষ পর্যন্ত উল্লেখিত অতিথিদের মধ্যে কেবল  নারায়ণ চন্দ্র চন্দই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
 
জানা যায়, দুপুরের পর থেকেই ব্যানারে লিখিত অতিথিদের নাম উল্লেখ করে মাইকে ঘোষণা দেয়া হয়। বক্তারাও প্রধান অতিথি, আলোচক, বিশেষ অতিথিদের নাম উল্লেখ করে বক্তব্য দিতে থাকেন।

অতিথিদের নাম নিয়ে মিছিল-স্লোগান দেয়া হলেও কেন বা কি কারণে তারা আসতে পারেননি, তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি সভার সঞ্চালক মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার। এ নিয়ে সভায় আগত অন্যান্য নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। বিরক্ত মিডিয়াকর্মীরাও।

তবে মঞ্চের পেছনে সাটানো ব্যানারে সব শেষে লেখা বিশেষ অতিথি মৎস্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকেই পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য দেয়ার অনুরোধ জানানো হয়।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেইে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে স্বাধীনতাবিরোধী চক্রের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, এই মুহূর্তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

এএসএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।