মুশফিককে ১৮১ রানের লক্ষ্য দিলো তামিম


প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৩ নভেম্বর ২০১৫

তামিম ইকবাল ও ইয়াসির আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ সংগ্রহ পেয়েছে চিটাগাং ভাইকিংস। সিলেট সুপারস্টারসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে চট্টগ্রামের দলটি।

এর আগে চরম নাটকীয়তা শেষে মাঠে গড়ায় চিটাগাং ভাইকিংস এবং সিলেট সুপারস্টারসের খেলা। ব্যাটিংয়ে নেমে দ্রুত চিটাগাং ওপেনার লঙ্কান তারকা দিলশান ফিরে যান। ইনিংসের দ্বিতীয় ওভারেই দিলশানকে শূন্য রানে মুমিনুল হকের তালুবন্দি করে ফিরিয়ে দেন সুবাশিষ রায়। লঙ্কান তারকা দিলশান দ্রুত ফিরে গেলেও চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম তুলে নেন টানা দ্বিতীয় অর্ধশত। মেন্ডিসের বলে আউট হওয়ার আগে ৬৯ রান করেন তামিম।

তামিম আউট হওয়ার পর ইনিংস বড় করার দায়িত্ব নেন ইয়াসির আলি। তিনিও তুলে নেন অর্ধশত। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে করেন ৫৩ রান। আর শেষ দিকে জীবন মেন্ডিস (২০) আর জিয়াউর রহমানের (১৫) ঝড়ো ব্যাটিংয়ে ১৮০ রান সংগ্রহ করে চিটাগাং ভাইকিংস।

আরটি/এমআর



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।