বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম অসুস্থ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ পিএম, ১২ মার্চ ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম শারীরিকভাবে অসুস্থ।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১১টার পর তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। এরপর তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। এরপর অসুস্থতার মাত্রা বেড়ে গেলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

শুক্রবার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী।

তিনি বলেন, হঠাৎ করে গতকাল রাতে তার অনেক বেশি জ্বর ছিলো, এখন আগের তুলনায় মোটামুটি ভালো।

সেলিমুজ্জামান সেলিমের সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

কেএইচ/এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।