‌‘ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশ থেকে ছুড়ে ফেলতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১০ মার্চ ২০২১
ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশ থেকে ছুড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।

বুধবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর খিলগাঁও তালতলা মোড়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তাবিথ বলেন, ‘নিরাপত্তা আমরা অবশ্যই চাই। আমরা কি নিরাপত্তা পাচ্ছি? বসুন্ধরার সামনে আবরার নামের এক ছেলেকে বাসচাপা দিয়ে হত্যা করে। তখন আমরা আন্দোলন করে পেয়েছি, একটি নিরাপদ সড়ক ও ওভারপাস ব্রিজ। যদি আমাদের ভোটের অধিকার ফিরে পেতে হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে আমাদের সংগঠিত আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সরকারকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, ওদের দিন ঘনিয়ে এসেছে। আমাদের দিন শুরু হয়েছে। আমি আগেও বলেছি, বাংলাদেশের সবচেয়ে ভালো দিন আমাদের সামনে। পিছিয়ে যেতে পারব না, আমরা আর পেছনে যাব না।’

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘কালা আইন, যেটার নাম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে আছেন। সাধারণ নেতাকর্মীরাও মামলার শিকার হয়েছেন। সাংবাদিক ভাইবোনরা নির্যাতিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন এই আইনের মামলায় হয়রানি হচ্ছেন। মুক্তি চিন্তার লেখক মুশতাক আহমেদ কারাগারে মৃত্যুবরণ করেছেন। আজ পর্যন্ত বলা হয়নি তার অপরাধটা কী ছিল। বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে উনাকে গ্রেফতার করা হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমার ছোট ভাইরা, অয়ন ও অনিক যারা নিরাপদ সড়ক আন্দোলন করেছিল। তাদের প্রযুক্তি আইনে বন্দি করা হয়েছে। আমরা আমাদের দাবি জোরদার করব। আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। বাংলাদেশ থেকে ছুড়ে ফেলতে হবে।’

তাবিথ আউয়ালের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।