পিয়েরো হত্যা চেষ্টা মামলায় ভুট্টোর আরো ২ দিনের রিমান্ড মঞ্জুর
দিনাজপুরে ইতালিয়ান নাগরিক ফাদার পিয়েরো পারোলারী সামিওকে গুলি করে হত্যার চেষ্টা মামলায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আবু আলা মোহাম্মদ মাহবুবুর রহমান ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য আরো ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
প্রথম দফায় এক দিনের রিমান্ড শেষে শনিবার বিকেল সাড়ে ৫টায় তাকে আদালতে হাজির করে আরো ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার বিকেল ৫টায় ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ এক দিনের রিমান্ডে ভুট্টোকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। শনিবার রিমান্ড শেষে বিকেল ৫টায় দ্বিতীয বারের মতো তার ৭ দিন রিমান্ড চেয়ে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ (কোতয়ালি) এর বিচারক এসএম আহসানুল হকের আদালতে হাজির করেন। বিচারক শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ নভেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর কোতয়ালি থানায় মামলা দায়ের করেন দিনাজপুর কসবা মিশনের ফাদার সিলাস কুসুজ।
মামলা দায়েরের পর এই মামলায় দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আবু আলা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূট্টোকে গ্রেফতার দেখানো হয়।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ জানান, ভুট্টোকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। যা দিয়ে ইতালি নাগরিকের উপর কারা হামলা করেছে, কেন করেছে তা সনাক্ত করা সম্ভব হবে। যা মামলার স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ড চাওয়া হলে আদালত আরো ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত বুধবার ১৮ নভেম্বর সকাল সাড়ে ৭টায় শহরের মির্জাপুর বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন কালুর মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইতালিয়ান নাগরিক ফাদার পিয়েরো পারোলারী সামিও গুরুতর আহত হন।
এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি