আজকের সাধারণ জ্ঞান : ২১ নভেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিখ্যাত উপজাতি’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : আফ্রিদি কারা?
উত্তর : পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তের ওয়াজিরিস্তানের উপজাতি।
২. প্রশ্ন : আইজাকেলস কারা?
উত্তর : পাকিস্তানের যুদ্ধ পারদর্শী উপজাতি।
৩. প্রশ্ন : এস্কিমোরা কোথায় বসবাস করে?
উত্তর : গ্রীনল্যান্ড, আলাস্কা, ল্যাব্রাডর ও সাইবেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে।
৪. প্রশ্ন : এবোর কারা?
উত্তর : আসাম ও ভারতের উত্তর-পূর্ব সীমান্তের মঙ্গোলীয় জাতি।
৫. প্রশ্ন : অ্যাংলো-স্যাক্সন কারা?
উত্তর : ইংল্যান্ড ও কানাডার অাদিবাসী এবং ব্রিটিশ বংশোদ্ভুত আমেরিকান ও অস্ট্রেলিয়ান।
৬. প্রশ্ন : ককেসীয় কারা?
উত্তর : আরব, ফরাসি, ইহুদি ও ইউরোপের অাদিবাসী।
৭. প্রশ্ন : কসাক কারা?
উত্তর : পোলান্ডের দক্ষিণ-পূর্ব সীমান্ত ও ইউক্রেনের কৃষক।
৮. প্রশ্ন : কিরগিজরা কোন ধরনের জাতি?
উত্তর : নিম্ন ভলগা, কাস্পিয়ান অঞ্চল, আলতাই পর্বতাঞ্চলের যাযাবর জাতি।
৯. প্রশ্ন : কুর্দি কারা?
উত্তর : তুরস্ক, ইরাক, ইরানের অন্তর্ভুক্ত কুর্দিস্তানের উপজাতি।
১০. প্রশ্ন : কোজাকসরা কোথায় বসবাস করে?
উত্তর : রাশিয়ার পূর্ব-দক্ষিণ অঞ্চলে।
১১. প্রশ্ন : কাফ্রি কারা?
উত্তর : দক্ষিণ আফ্রিকার যোদ্ধা জাতি।
১২. প্রশ্ন : কুলু কোন দেশের উপজাতি?
উত্তর : দক্ষিণ আফ্রিকার।
১৩. প্রশ্ন : খাসিয়া কোন অঞ্চলের উপজাতি?
উত্তর : আসামের খাসিয়া অঞ্চলের।
১৪. প্রশ্ন : খোন্ড কারা?
উত্তর : মধ্য ভারতের দ্রাবিড় বংশোদ্ভুত জাতি।
১৫. প্রশ্ন : গারো কোন এলাকার উপজাতি?
উত্তর : বাংলাদেশের ময়মনসিংহের গারো পাহাড় এলাকার।
১৬. প্রশ্ন : চাকমারা কোথায় বসবাস করে?
উত্তর : পার্বত্য চট্টগ্রামে।
১৭. প্রশ্ন : জুলু কারা?
উত্তর : দক্ষিণ আফ্রিকার নাটালের নিগ্রো জাতি।
১৮. প্রশ্ন : জাঠ কোন দেশের অাদিবাসী?
উত্তর : ভারতের উত্তর-পশ্চিমাংশের অাদিবাসী।
১৯. প্রশ্ন : টোডা কোন অঞ্চলের অাদিবাসী?
উত্তর : ভারতের নীলগিরি পর্বত অঞ্চলের অাদিবাসী।
২০. প্রশ্ন : তাতার কারা?
উত্তর : সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তুর্কিস্তান ও স্টেপ অঞ্চলের জাতি।
এসইউ/আরআইপি