জাতীয় সংলাপ ও জাতীয় ঐক্য অপরিহার্য: জেএসডি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জাতীয় পরিষদের সভার রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ, নির্বাচনের নামে প্রহসন, দলসমূহের রাজনৈতিক অধিকার নিয়ন্ত্রণ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র থেকে বিচ্যুতিসহ স্বৈরাচার ও জঙ্গিবাদ সৃষ্ট সংকট মোকাবেলায় তৃতীয় রাজনৈতিক শক্তি, জাতীয় সংলাপ ও জাতীয় ঐক্য অপরিহার্য।
শুক্রবার গুলিস্থানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পরিষদের সভার সুপারিশ মোতাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়।
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথমে এজেন্ডা ব্যাখ্যা করেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
প্রস্তাবনায় বলা হয়, দেশে যেমন আজ দুর্নীতি, লুটপাট ও দেশি-বিদেশি হত্যা চলছে তেমনি সন্ত্রাসবাদ ও সহিংস কর্মকাণ্ড বিশ্বব্যাপী আতংকজনকভাবে বিস্তার লাভ করতে শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বই মহা বিপদ ও সংকটের সম্মুখীন হবে।
সভায় গৃহীত সাংগঠনিক প্রস্তাবে আগামী ডিসেম্বর ২০১৫ এর শেষ সপ্তাহে দলের কেন্দ্রীয় কাউন্সিল এবং যে সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা কাউন্সিল সমাপ্ত হয়নি সে সকল কাউন্সিল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন দবির উদ্দিন যোয়ার্দার, অ্যাড. আবদুর রহমান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া প্রমুখ।
এএম/এসএইচএস/পিআর