মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না : তোফায়েল


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৯ নভেম্বর ২০১৪

যাদের হাতে শহীদের রক্ত তাদের সাথে কোন সংলাপ হতে পারে না এবং মধ্যবর্তী নির্বাচনের কোন প্রশ্নই আসে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ। রোববার বিকেলে টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা আহসান উল্লাহ মাস্টারের মত জনপ্রিয় নেতাদের হত্যা করেছে তাদের সাথে কোন সংলাপ হতে পারে না। যাদের হাত মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত তাদের সাথে কোন সংলাপ নয়।

তিনি বলেন, জিয়াউর রহমান ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে সংবিধান তছনছ করেছিল। পরবর্তী সময়ে তার উত্তরসূরীরা হাওয়া ভবনে বসে নীলনকশা করে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি, সাবেক অর্থমন্ত্রী এস.এম কিবরিয়া, ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে বেগম আইভি রহমানসহ ২৪জনকে হত্যা করেছে। তারা পুনরায় ক্ষমতায় আসলে এটা হবে জাতির জন্য বড় দুর্ভোগ। তাই এদেরকে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

তোফায়েল আহম্মেদ বলেন, একজন আদর্শবান নেতা ছিলেন শহীদ আহসান উল্লাহ মাস্টার। বিএনপি জামাত জোট বিনা কারণে এই সুন্দর নিলোর্ভ মানুষটিকে হত্যা করেছিল।

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস ছোবহান গোলাপ, শহীদ আহসান উল্লাহ মাস্টারের পুত্র গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আজমত উল্লা খান, সাবেক সংসদ সদস্য জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।