মাফিয়াতন্ত্র লণ্ডভণ্ড হয়ে যাবে : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১

যে ঝড় উঠেছে তাতে এই মাফিয়াতন্ত্র লণ্ডভণ্ড হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘যে ঝড় উঠেছে এই ঝড়ের মধ্যে বালিতে মাথা গুঁজে রাখলে ঝড়ের প্রভাব কিন্তু কমবে না। এই ঝড়ে মাফিয়াতন্ত্র লণ্ডভণ্ড হয়ে যাবে। চারদিকে অন্যায়, অবিচার, গুম-খুন যেভাবে বিস্তার লাভ করেছে, এটা চিরদিন চলতে পারে না। এর অবসান হবেই। এত অন্যায় অবিচার, এত রক্তপাতের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ চলতে পারে না। এই দেশে গণতন্ত্র ফিরে আসবেই। এই অপরাধীদের বিচার হবেই।’

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকারের যে কুকীর্তিগুলো বেরিয়ে পড়ছে সেগুলো ঢাকার জন্য তারা ষড়যন্ত্র-চক্রান্তের আশ্রয় নিয়েছে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়া হয়েছে। কারণ, বিএনপি এটা নিয়ে ব্যস্ত থাকলে তাদের কুকীর্তি, যেগুলো দেশে-বিদেশে প্রচারিত হচ্ছে এ বিষয়ে আর কেউ কথা বলবে না।

তিনি বলেন, ‘মাফিয়াতন্ত্র তারা এমনভাবে প্রতিষ্ঠা করেছে, যাই হোক তারা কোনো তোয়াক্কা করে না। আল জাজিরায় যারা রিপোর্ট করেছে তারা বাংলাদেশে খায় না পরে? তারা আন্তর্জাতিক গণমাধ্যম। একটি দেশের ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে কী পরিমাণ অন্যায় করছে তার একটি রিপোর্ট তারা করেছেন। আপনারা সহ্য করতে পারলেন না। নানাভাবে কথা বলেও যখন এটাকে ধামাচাপা দিতে পারলেন না তখন আপনাদের তৈরি করা আদালতের বিচারকদের দিয়ে সেই কাজটি করালেন। যে আদালত বলছে ইউটিউব এবং ফেসবুকে আল জাজিরার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, এটা বন্ধ করে দিতে হবে। হাসিনা মাঝে মাঝেই বলেন, গণতন্ত্রের কথা। এই হচ্ছে তার গণতন্ত্রের নমুনা।’

বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অত্যন্ত সুরক্ষিত গৃহ থেকে বলছেন বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। মরা গাং তো আপনারাই তৈরি করেছেন। যাদের সঙ্গে আপনাদের রক্তের সম্পর্ক, তারাই বাংলাদেশের নদী-নালার পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। আপনি ঠিকই বলেছেন। বিএনপি’র মরা গাঙ্গে জোয়ার আসবে না। মরা গাঙ্গে এখন রক্তের স্রোত। বিরোধীদলকে গুম-খুন করে যে রক্ত ঝরিয়েছেন সেই রক্তের স্রোত এখন শুকনা নদীতে প্রবাহিত হয়।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ হলো ধান ভাঙানোর কলের মতো। মুজিবের হত্যাকারীরা যদি আওয়ামী লীগ করে তাহলে তারা বৈধ হয়ে যাবে। কোনো রাজাকার যদি আওয়ামী লীগ করে, তারা বৈধ হয়ে যায়। নুরু রাজাকারকে মন্ত্রী বানিয়েছে এই আওয়ামী লীগ।’

আয়োজক সংগঠনের সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ বক্তব্য দেন।

কেএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।