জামায়াত সাম্প্রদায়িক শক্তি : তথ্যমন্ত্রী
জামায়াত ইসলামীকে জঙ্গিবাদ ও দানবের সঙ্গে তুলনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দলটিকে সাম্প্রদায়িক শক্তি বলে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ডিআরইউ বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড ২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি শাজাহান সরদার, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, জামায়াত হচ্ছে জঙ্গিবাদ দানব ও সাম্প্রদায়িক শক্তি। দানবের সাথে মানবের কোনো সম্পর্ক থাকতে পারে না। গণতান্ত্রিক রাজনীতি করবে মানবরা দানবরা নয়। সাম্প্রদায়িক শক্তি এই জামায়াত কাঁটা হিসেবে আমাদের পায়ে প্রবেশ করেছে। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কাঁটা কেটে তুলে ফেলে দেবে।
ইনু বলেন, সারা বিশ্বে জঙ্গিবাদের দোসররা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। বাংলাদেশও এর থেকে রেহাই পায়নি। এদেশেও জঙ্গিরা লেখক ব্লগারদের হত্যা করেছে।
এদেশে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আশাকরি আপনাদের লেখনীর মাধ্যমে এদেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব হবে।
আরএম/পিআর