বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করায় তারেকের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৯ নভেম্বর ২০১৪
ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটাক্ষ করায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করা হয়েছে। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন।

মামলায় বলা হয়েছে, গত ৫ নভেম্বর লন্ডনে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু সম্পর্কে কুরুচিপূর্ণ কটাক্ষ করে বক্তব্য দেন। সভায় তারেক রহমান বলেন, ‌`মুজিব পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশ এসে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ নেয়ায় তার (বঙ্গবন্ধু) নামে দেশদ্রোহী মামলা হওয়া উচিত। জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বা রাষ্ট্রপতি ছিলেন না, এদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি।` তারেকের এ বক্তব্য গত ৭ নভেম্বর দেশের পত্র-পত্রিকায় প্রকাশ হয়।

আইনজীবী গাজী আবদুল কাদের জানান, তারেকের নামে ১২৪ (ক) দণ্ডবিধিতে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। ১৩ নভেম্বর মামলার পরবর্তি দিন ধার্য করেছেন আদালত। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।