ফখরুলের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রতারণার উদ্দেশে কোনো প্রতারকগোষ্ঠী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, বিএনপি মহাসচিব মহোদয়ের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং তিনি ফেসবুক ব্যবহার করেন না। ইতোপূর্বে তিনি এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে প্রতিবাদ করেছেন এবং থানায় সাধারণ ডায়েরিও করেছেন। সুতরাং এই সমস্ত ভুয়া ফেসবুকের সাথে বিএনপি মহাসচিবের কোনো সংশ্লিষ্টতা নেই।’

রিজভী আরও বলেন, ‘আমি দেশবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো জালিয়াতচক্র বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তা ব্যবহার করছে। আমি এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফেসবুক কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।’

কেএইচ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।