গণজাগরণ মঞ্চের বিক্ষোভ বুধবার


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড কার্যকরের দাবিতে বুধবার বিকেল চারটায় শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার এক সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। তিনি বলেন, "আমরা মনে করি এই ধীরগতির সুযোগ নিয়ে কুখ্যাত দেশবিরোধী অপরাধীরা বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে।

তার আশঙ্কা, রায় কার্যকরের এই প্রক্রিয়াটি যত দীর্ঘ হবে, অপরাধীচক্র তাদের ষড়যন্ত্রের জাল তত বিস্তৃত করার সুযোগ পাবে এবং তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা যাতে করে পুরো বিচারিক প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ অপেক্ষার পর আজ যুদ্ধাপরাধী মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য ছিল। সেখানেও আমরা আশাহত হয়েছি।

আশা প্রকাশ করে তিনি বলেন, আশা করি কালই এই শুনানি সমাপ্ত হবে। মহামান্য আদালত রায় প্রদান করে জাতিকে কলঙ্কমুক্ত করার পথ প্রশস্ত করবেন।

এএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।