সিলেটে মালিক হত্যায় বাবা-ছেলের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৭ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় আব্দুল মালিক হত্যা মামলার রায়ে বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের উত্তরপাড়ার মনির মিয়ার ছেলে আব্দুল কাদির (২৫) ও তার বাবা মনির মিয়া ওরফে মিন্টু (৫৩)। রায়ের সময় আব্দুল কাদির আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও মনির মিয়া পলাতক রয়েছেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাড. মো. মফর আলী জানান, মনির মিয়া নিহতকে রক্ষা না করে নিরব দর্শক হিসেবে ঘটনা প্রত্যক্ষ করা এবং তার ছেলে এ হত্যাকাণ্ড ঘটানোয় এ সাজা দেন। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তেতলী উত্তরপাড়ায় পূর্ব শক্রতার জের ধরে আব্দুল কাদির একই গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আব্দুল মালিককে (৩০) গালিগালাজ করে। এক পর্যায়ে আব্দুল কাদির দেশিয় অস্ত্র দিয়ে মালিকের বুকের বাম পাশে আঘাত করে। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন। মালিককে রক্ষা না করে ঘটনাস্থলে মনির মিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টি দেখছিলেন।

পরে স্থানীয় লোকজন আবদুল মালিককে উদ্ধার করে প্রথমে দক্ষিণ সুরমা নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা মারাত্মক হওয়ায় ওই সময় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ছালিক মিয়া বাদী হয়ে আব্দুল কাদির ও মনির মিয়াকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নং- ১৮ (২৮-১১-১২)। পরে এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি আব্দুল কাদির সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ৩১ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার সামন্ত বাবা-ছেলেকে অভিযুক্ত করে আদালতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে এ মামলার বিচার কাজ শুরু করেন আদালত।

দীর্ঘ শুনানি ও ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি আব্দুল কাদির ও মনির মিয়াকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাড. মো. মফর আলী ও আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. স্বপন কুমার।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।