যারা সংবিধান মানে না তাদের সঙ্গে আলোচনা অসম্ভব


প্রকাশিত: ১২:২৩ এএম, ২৮ জুন ২০১৪

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, `একাদশ নির্বাচন নিয়ে যারা আলোচনার কথা বলেন তাদের মনে রাখা উচিত প্রধনমন্ত্রীই প্রথম আলোচনার আহ্বান করেছিলেন। সে সময় যারা আলোচনাকে বানচাল করেছিল, তাদের সঙ্গে আবার কিভাবে আলোচনা হয়।`

আজ শনিবার সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এর আগে সকাল ১০টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

আমু বলেন, `যারা এ সরকারকে মানেন না। তাদের সঙ্গে কি করে আলোচনা হয় আমি ভেবে পাই না। যারা মুক্তিযুদ্ধকে মানে না তাদের সঙ্গে কি করে এদেশের মানুষের আপোষ হতে পারে। তাদের সঙ্গে এক টেবিলে বসে কিসের আপোষ আমি উপলব্ধি করতে পারি না।`

তিনি বলেন, `যারা সরকার মানেন না, দেশ মানে না,  সংবিধান মানে না তাদের সঙ্গে কিভাবে আলোচনা হয়!`

তিনি আরও বলেন, `অতীতের সমস্ত অপশক্তিকে মোকাবিলা করে দেশকে যেমন সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। এর আগে খালেদা জিয়া যেমন বলেছিলেন, আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, তখনও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এবারও  উনি বলেছে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ পুনারায় ক্ষমতায় এসে তার সেই কথার প্রমাণ দেবে।`

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।