মেহজাবিনের প্রেমে পাগল গুন্ডা জাহিদ হাসান!


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

মামুনকে দেখলে সবাই অন্য পথে চলে। ভয়ে সবাই তাকে এড়িয়ে চলে। কেউ তার সঙ্গে কথা বলতে সাহস পায় না। তার ইশারায় এলাকায় সব হয়। কারণ তিনি এলাকায় বড়সড় গুন্ডা।

কেউ তার বিরুদ্ধে কথা বললেই মামুন তাকে চড় মারেন। এজন্য এলাকার মানুষ তাকে ‘থাপড়া মামুন’ নামে ডাকে। কিন্তু কেয়া তাকে মোটেও পরোয়া করে না। বরং দেখা যায় কেয়াকেই তোয়াজ করে চলে মামুন। কেয়ার মন পেতে নানা রকম ফন্দি আর কৌশল অবলম্বন করে।

পাশাপাশি একসময় মামুন বুঝতে পারেন, মাস্তানকে সামনে থেকে সবাই সমীহ করলেও দূরে গিয়ে ভর্ৎসনা করে। এরপর তিনি সিদ্ধান্ত নেন ভালো হওয়ার।

এটি বাস্তব কোনো থাপড়া মামুনের গল্প নয়। এ হলো ‘ঠাণ্ডা গরম’ টেলিফিল্মের কাহিনি। এখানে মামুন চরিত্রে জাহিদ হাসান আর কেয়ার ভূমিকায় দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে।

এই টেলিফিল্মের অভিজ্ঞতায় জাহিদ হাসান জানান, ‘দৃশ্যধারণ করতে গিয়ে অনেককে চড় মারতে হয়েছে। একটি দৃশ্যে এক ছেলেকে জোরে চড় মেরে বসেছিলাম। সে মাটিতে গড়িয়ে পড়তেই ভড়কে গেলাম। অবশ্য পরে সমস্যা হয়নি। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে কাজটা। এতে ইতিবাচক একটা বক্তব্য আছে।’

গত ১২ থেকে ১৪ নভেম্বর উত্তরার বিভিন্ন স্থানে তিন দিন এর চিত্রায়ন হয়েছে। এটি তৈরি করেছেন ইউসুফ আলি খোকন। ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন শাহান এএইচএম। রচনা ও পরিচালনায় জুবায়ের আনান। আগামী মাসের প্রথম সপ্তাহে আরটিভিতে প্রচার হবে ‘ঠাণ্ডা গরম’।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।