মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত: ১১:১২ এএম, ১৭ নভেম্বর ২০১৫

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে নতুনধারা বাংলাদেশ-এনডিবি।

সংগঠনের সভাপতি মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক এক বিবৃতিতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

এছাড়াও ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ (ন্যাপ) ও মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির’র উদ্যোগে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে মজলুম জননেতা মওলানা ভাসানীর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে দেশ-বিদেশ হতে আগত মওলানা ভাসানী ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণ।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাসানী প্রতিষ্ঠিত সংগঠন খোদা-ই-খেতমদগার, ভাসানী স্মৃতি সংসদ, ভাসানী ফাউন্ডেশন, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ, ওয়াকার্সপার্টি, ন্যাপ ভাসানী, কৃষক শ্রমিক জনতালীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ মাজারে পুষ্পস্তবক অর্পণ করে মোনাজাত করেন।

মাওলানা ভাসানী পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের মানুষের কাছে তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিত। তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। দেশের মহান মুক্তিযুদ্ধে মাওলানা ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ইন্তেকাল করেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।