চসিক নির্বাচনে ‘সহিংসতা ও অনিয়মের’ প্রতিবাদ কল্যাণ পার্টির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২১

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ‘সহিংসতা, প্রাণহানি ও অনিয়মের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান তিনি।

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। অনিয়ম, সহিংসতা ও রক্তপাত ঠেকাতে পারেনি প্রশাসন। বিরোধী দলের সমর্থকদের ওপর হামলার দায়ও সরকার এড়াতে পারে না।’

মুহাম্মদ ইবরাহিম আরও বলেন, ‘ভোটকেন্দ্রের গেটে জটলা, ভেতরে ভোটার নেই। ইভিএমের গোপন কক্ষে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি; এসব কিছুই প্রমাণ করে যে— এ সরকার গণতন্ত্রকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। যেন-তেনভাবে ক্ষমতায় টিকে থাকাই তাদের উদ্দেশ্য।’

শুধু চট্টগ্রাম সিটির এ নির্বাচন নয়, এ সরকারের অধীনে অতীতের একটি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে উল্লেখ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান।

এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।