গয়েশ্বর জামিনে মুক্ত


প্রকাশিত: ১০:০৭ এএম, ১৭ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সোমবার গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। তা যাচাই-বাচাই শেষে মঙ্গলবার তিনি কারামুক্ত হন। গত ৪ নভেম্বর তাকে এ কারাগারে আনা হয়েছিল।

জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করে পুলিশ। গত বছরের ৭ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। চলতি বছরের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এরপর ৪ নভেম্বর নিম্ন আদালত জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বর চন্দ্র রায়। শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার তাকে জামিনের আদেশ দেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।