প্যারিস হামলার পরিকল্পনা জানতো সিআইএ
প্যারিসে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার পরিকল্পনা সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) আগে থেকেই জানতো বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান জন ব্রেনান। সোমবার ওয়াশিংটন ডিসিতে গ্লোবাল সিকিউরিটি ফোরাম ২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। প্যারিসে আইএসের সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত হওয়ার পর এ তথ্য জানালেন তিনি।
জন ব্রেনান বলেন, শুক্রবার সন্ধ্যায় প্যারিসে গুলি এবং বোমা হামলায় সিআইএ বিস্মিত হয়নি। সিআইএ`র জানা ছিল, হামলার পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে আইএস। বিশেষ করে ইউরোপে এ হামলার পরিকল্পনা করা হচ্ছে সে ব্যাপারেও সিআইএ অবহিত ছিল।
তিনি বলেন, কয়েক দিনের মধ্যে এ পরিকল্পনা করা হয়নি। বরং মাসের পর মাস ধরে ভেবে চিন্তে এ পরিকল্পনা করা হয়েছে। হামলায় কারা জড়িত থাকবে কি ধরনের অস্ত্র, বিস্ফোরক, এবং আত্মঘাতী হামলার বেল্ট ব্যবহার করা হবে সে বিষয়ে দীর্ঘদিন ধরে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলাই শেষ নয় বরং আইএসের আরো সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। এ সময়ে প্যারিস হামলার ঘটনার পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমা নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতার কথাও তুলে ধরেন। জন ব্রেনান বলেন, আইএসের সঙ্গে জড়িতদের ধরার জন্য এখন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক তৎপর রয়েছে।
এসআইএস/আরআইপি