মুজাহিদের শুনানি চলছে


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৭ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি চলছে। মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আসন গ্রহণ করে কার্যতালিকায় থাকা একটি মামলার পরেই এ আবেদনের শুনানি শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আদলতে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে উপস্থিত আছেন- আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী এসএম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।

অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, ট্রাইব্যুনালের চীপ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

এর আগের শুনানির তারিখ চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনও আজ (মঙ্গলবার) একই বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে।

এদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন আজকের কার্যতালিকায় থাকায় আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এফএইচ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।