পাকিস্তান আমলের চেয়ে খারাপ আছি : তরিকুল ইসলাম


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৮ নভেম্বর ২০১৪

পাকিস্তান আমলে যে পরিবেশে বসবাস করেছেন, এখন তার চেয়ে খারাপ অবস্থায় আছেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। শনিবার বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সে সময় মানুষ স্বাধীনতাযুদ্ধ করেছে। আর এখন শান্তিপূর্ণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতনের জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগের দুর্ভাগ্য, যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ করতে চায়, তারা আওয়ামী লীগ করতে পারে না।

তরিকুল ইসলাম বলেন, কেউ কারো দয়ায় মুক্তিযুদ্ধের খেতাব পাননি। জনগণের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান খেতাব দিয়েছিলেন। কারো দয়ায় খেতাব দেওয়া হলে কামরুল সাহেবও (খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম) খেতাব পেতেন।

জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মুহম্মদ ইসহকের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম আজাদসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতারা আলোচনায় অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।