দেশের অবস্থা অত্যন্ত খারাপ: খালেদা


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১২ জুলাই ২০১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আজকে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। এ অবস্থায় দেশের সকলে, আমরা সবাই খুব খারাপ অবস্থার মধ্যে আছি। প্রতিদিন চলছে খুন-খারাবি, গুম ও নির্যাতন। মানুষ বাঁচার নিরাপদ আশ্রয় খুঁজছে। কিন্তু এ অবস্থা চলতে পারে না। সে জন্য ঈদের পর এ অনির্বাচিত সরকারকে বাধ্য করব নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, দল-মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এ অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে। কারণ এ সরকার খুনীদের সরকার।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বাণীতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এনডিপির সভাপতি খোন্দকার গোলাম মোর্ত্তজা। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব আলমগীর মজুমদার।

খালেদা জিয়া বলেন, দেশের মানুষ এ অবৈধ সরকারকে চায় না। তারা এদের আহ্বানে ৫ জানুয়ারির নির্বাচনে সাড়া না দিয়ে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে আমাদের সঙ্গে জনগণ একাত্মতা প্রকাশ করেছে। তিনি ঈদের পর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় আন্দোলনে শরিক হতেও সকলের প্রতি আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।