পৌর নির্বাচনে প্রার্থী দেবে জাপা : এরশাদ


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৬ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিটি পৌরসভায় প্রার্থী দেবে জাতীয় পার্টি (জাপা)। স্থানীয় নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী ঠিক করা হবে।

সোমবার দুপুরে রংপুরের দর্শনা এলাকায় তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, বাংলাদেশে আইএস এর কোনো উপস্থিতি নেই। ওদের সৃষ্টি করেছে পশ্চিমা শক্তিগুলো। তারাই অস্ত্র গোলা-বারুদ দিয়েছে। আজ তারাই আইএস-এর বিরুদ্ধে বলছে। পশ্চিমা শক্তিগুলো আইএস সৃষ্টি করেছিল মূলত শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজ সেই আইএস সারা বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

খালেদা জিয়া দেশে আসলেই গ্রেফতার হবেন জানিয়ে এরশাদ বলেন, তার বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের মামলাটি প্রমাণিত। সে কারণে আমার ধারণা খালেদা জিয়া আপাতত দেশে আসবেন না।

তিনি বলেন, আল্লাহর বিচার আছে না? তিনি (খালেদা) ক্ষমতায় থাকাকালে আমার বিরুদ্ধে ৪২টি মামলা দিয়েছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এরশাদ। সেখান থেকে নগরীর দর্শনা এলাকায় তার পল্লী নিবাস বাসভবনে পৌঁছালে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানায়।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহাম্মেদ, জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।