নির্বাচন না হলে দেশে মার্শাল ল থাকতো : নাসিম
৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে আজ মার্শাল থাকতো। নির্বাচন হয়েছে আমি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি আপনাদের কাছে আসতে পারছি। খালেদা জিয়ার প্রতি তিনি বলেন বিদেশ থেকে ফিরে আসুন নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার খালেদা জিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে চেয়েছেন কিন্তু তিনি তা না শুনে জ্বালাও পোড়াও করলেন। দেশের মানুষ গ্রামে গ্রামে বিনা পয়সায় ওষুধ পাচ্ছে। দেশনেত্রী শেখ হাসিনার কারণে ৬৮ বছরের বন্দিদশা থেকে ছিটমহলবাসী মুক্তি পয়েছে, পতাকা পেয়েছে।
রোববার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি এখন বিদেশি হত্যা করছে। নির্বাচন না করে খালেদা জিয়া ভুল করেছে। ২০১৯ সালের আগে আর নির্বাচন হবে না। আন্দোলন করে কোনো লাভ নাই । কারণ আপনারা আন্দোলন করতে জানেন না। আন্দোলন কীভাবে করতে হয় তা আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে।
লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য দেন।
সম্মেলনের প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ বলেন, এই সম্মেলনের পর থেকে স্বেচ্ছাসেবক লীগ নতুন অধ্যায় শুরু করবে। জীবনের ঝুঁকি নিয়ে একটি মানুষকে বাঁচিয়ে তোলা এরই নাম স্বেচ্ছাসেবক লীগ। যে ঝুঁকি ত্যাগ স্বীকার করে সেই স্বেচ্ছাসেবক লীগ।
এর আগে সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট ১ আসনের এমপি আবু সালেহ দুলাল, সাইদ দুলাল, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, মহিলা সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা সহ-সভাপতি সিরাজুল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, এ কে এম আজিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, নাফিউল করিম নাফা প্রমুখ।
রবিউল হাসান/এমএএস/আরআইপি