রোববার দেশব্যাপী জামায়াতেরও বিক্ষোভ


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৮ নভেম্বর ২০১৪

আগামীকাল রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। ফাঁসির দণ্ডপ্রাপ্ত  মুহাম্মাদ কামারুজ্জামানসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে শনিবার দুপুরে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করছে। আইন, আদালত ও সংবিধানের তোয়াক্কা না করে ফাঁসি কার্যকরের নামে কামারুজ্জামানকে হত্যার জন্য উদগ্রীব হয়ে পড়েছে।

শফিকুর রহমান বলেন, সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে ফাঁসির দণ্ড স্থগিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে।

তিনি আরও বলেন, কামারুজ্জামানকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালন করে জনগণ সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছে। আমরা আশা করি, সরকার চক্রান্ত, ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি পরিহার করে এই মুহূর্তে কামারুজ্জামানকে মুক্তি দেবে।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়ায় আগামীকাল রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জোটের প্রধান শরিক দল বিএনপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।