ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রোববার জামায়াতের বিক্ষোভ


প্রকাশিত: ০১:২২ পিএম, ১২ জুলাই ২০১৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে রোববার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান শনিবার বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘মানবতার শত্রু ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে মানবতাকেই ধ্বংস করছে। ইসরাইল জাতিসংঘ সনদে বর্ণিত আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে।’

রোববার বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখার প্রতি উদাত্ত আহ্বান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।