ইভিএম কাজের না তো ভোটে যাচ্ছেন কেন, বিএনপিকে ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বিএনপির আস্থা না থাকলে তারা নির্বাচনে কেন অংশগ্রহণ করছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘বিএনপির অবস্থা দেখলে আমার খুব খারাপ লাগে। তারা এখনো এক লাখ লোক জেলে আছে। ৩৫ লাখ লোকের নামে মামলা আছে। তারা নির্বাচনের পরে বলে ইভিএম কাজের না। কাজের না তো তুমি (বিএনপি) ভোটে যাচ্ছো কেন? ২০ দলীয় একটা জোট আছে তাদের নিয়ে প্রতিমাসে একটা মিটিং করতে পারো না?’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আজকে বিএনপি যদি চায়, ২০ দলের প্রত্যেকটা দল থেকে ৫০ জন করে লোক নিলেও ১০ হাজার লোক হয়ে যায়। যেকোনো জায়গায় যেকোনো দিন তাদের যে জোট আছে সবাই চাইলে নেতৃবর্গ আছেন, কাগজে বক্তৃতা না দিয়ে মাঠের মাঝখানে চুপচাপ যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আন্দোলন শুরু হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি জাতি হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হক গণতন্ত্র পুনরুদ্ধার দিবস।’

এ সময় ‘ভোট ডাকাতি’সহ বিভিন্ন শিরোনামে গণসঙ্গীত পরিবেশন করা হয়।

এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা সভায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমী ও অধ্যাপক রায়হান বক্তব্য দেন।

এওয়াইএইচ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।