জমে উঠেছে ল্যাপটপ মেলা


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১২ নভেম্বর ২০১৫

উচ্ছ্বসিত তরুণ-তরুণী পদচারণায় জমে উঠেছে এডুমেকার ল্যাপটপ মেলা। অনেকেই হ্রাসকৃত মূল্যে ল্যাপটপ, ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ডিভাইস কিনেছেন। আবার কেউ কেউ মনের আনন্দে ঘুরে ঘুরে দেখছেন পছন্দের পণ্য সামগ্রী। 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপি ‘এডুমেকার ল্যাপটপ মেলা ২০১৫’।

মেলা শুরুর আগ থেকেই দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠে প্রাঙ্গণ। সময়ের সঙ্গে  ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠে মেলা। বিকেলে তা পরিণত হয়েছে তারুণ্যের মেলায়।

এক্সপো মেকার আয়োজিত এই মেলায় রয়েছে সাতটি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯ স্টল। সেখানে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য নিয়ে হাজির হয়েছে। মেলায় রয়েছে বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি। আয়োজন করা হয়েছে গেইমিং প্রতিযোগিতারও।

মেলা উপলক্ষে আয়োজিত সেমিনার ও কর্মশালার অংশ হিসেবে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় অ্যামাজন অ্যাফিলিয়েট বাংলাদেশ মিটআপ। দু’ঘণ্টার এই কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশে মার্কেটেভারের প্রতিষ্ঠাতা আল-আমিন কবির। এতে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পরামর্শ ও দিক-নির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের কাছে বিক্রিত টিকিট থেকে পাওয়া অর্থ দৈনিক কালের কণ্ঠের সাব-এডিটর লতিফুল হকের চিকিৎসায় প্রদান করা হবে।

অ্যাফিলিয়েট মার্কেটিং ছাড়াও শুক্রবার বিকেল তিনটায় ‘বিশেষ স্কলারশিপে মালয়েশিয়ায় পট অ্যাডমিশন’এবং ‘ই-কমার্স স্টার্টআপ’শিরোনামে প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান এডুমেকার সেমিনার দুটি হয়েছে।

এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস, সিস ইনফ্লেক্সিয়ন পয়েন্টের মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।

মেলায় অংশ নিয়েছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, লেনোভো, এইচটিএস, গ্যাজেট গ্যাং সেভেন, ডিএক্স জেনারেশন, মাইক্রোল্যাব, কম্পিউটার ভিলেজ, এজিডি আইটি সল্যুউশনস, বিট্রাক টেকনোলজিস লিমিটেডসহ আরও কিছু প্রতিষ্ঠান।

আরএম/এসকেডি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।