হুমকিপ্রাপ্তদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার নির্দেশ


প্রকাশিত: ০১:০২ পিএম, ১২ নভেম্বর ২০১৫

রাজধানীতে যাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে, যারা নিরাপত্তাহীনতা বোধ করছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দিয়েছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
বৃহস্পতিবার ডিএমপি’র সদর দফতরে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে এ নির্দেশ দেন তিনি । অক্টোবর মাসের অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপরাধ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
 
ডিএমপি সূত্র জানায়, সভায় যারা বিগত দিনে প্রাণনাশের হুমকি পেয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওসিদের নির্দেশ দেয়া হয়েছে।

এসময় ডিএমপি কমিশনার বলেন, প্রতি এলাকায় হুমকি পেয়ে অনেকে থানায় অভিযোগ করেছেন। অনেকে আবার আনুষ্ঠানিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়াও গোয়েন্দা পুলিশের রিপোর্ট অনুযায়ী যাদের জীবন ঝুঁকিতে রয়েছে তাদের নিরাপত্তায়ও পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
 
নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কনফারেন্স থেকে চেকপোস্টে ৫ জন পুলিশের উপস্থিতি, ভিজিবল পুলিশিং বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাক্তিগত নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কমিশনার।
 
এআর/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।