রাজবাড়ীতে জেলা আ.লীগের দ্বি-বার্ষিক সম্মেলন


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১২ নভেম্বর ২০১৫

দীর্ঘ প্রায় একযুগ পর বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে এ সম্মেলন উপলক্ষে সকাল ১০টায় ঐতিহ্যবাহী শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে পবিত্র কোরআন ও গীতা পাঠ শেষে এ সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

অন্যান্যের মধ্যে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, কর্নেল (অব.) মো. ফারুক খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব অ্যাড. শেখ মো. আব্দুল্লাহ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আব্দুর রহমান এমপি, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার চৌধুরী লাভলী এমপি প্রমুখ। বিকেল ৩টায় দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলন কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে জেলা থানা ইউনিট থেকে মোট ১৬০ জন কাউন্সিলর মনোনীত করা হয়েছে। ২০০৪ সালে শহরের আজাদী ময়দানে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

রুবেলুর রহমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।