মাথা হেট করে সংলাপ নয় : ড. ওসমান ফারুক


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১১ নভেম্বর ২০১৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেছেন, বর্তমানে দেশ যে সঙ্কটে রয়েছে, তা থেকে উত্তরণের জন্য একটি সর্বদলীয় সুন্দর আলোচনার প্রয়োজন। বুধবার সন্ধ্যার পর কয়েকটি নাশকতা মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শরীফুল আলমসহ ৮৭ জন নেতাকর্মী জেলা কারগার থেকে মুক্তির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এতে যারা বিরোধিতা করছেন, তাদের দেশের কথা চিন্তা করে, গণতন্ত্র সার্বভৌমত্বের কথা চিন্তা করে, সঙ্কট সমাধানে এগিয়ে আসতে হবে।  

এতে কারো হেরে যাওয়ার কিছু নেই। সেখানে মাথা হেট করে সংলাপে যাওয়ার কোনো কিছু নেই। আর এই কাজটি সরকারি দলকেই করতে হবে।

জামায়াতকে সঙ্গে নিয়ে সংলাপ প্রসঙ্গে ওসমান ফারুক বলেন, শর্ত দিয়ে বড় আঙ্গিকে সংলাপ হয় না। আর রাজনীতির ক্ষেত্রে পিছু হটা কোনো বিষয় নয়। রাজনীতির ক্ষেত্রে এ ধরনের সমঝোতা সারা ইতিহাস খুঁজলে পাওয়া যায়।

নূর মোহাম্মদ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।