খালেদা দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১১ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া এখন দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। তিনি যখন দেশের বাইরে বা অন্তরালে যান, তখনই দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের ৪৩ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেসময় দুই একজন সাধারণ মানুষকে হত্যা করা হয়। কিন্তু মানুষ হত্যা করে দেশের ক্ষমতায় যেতে চান তিনি। সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না। দেশের মানুষ এখন সচেতন। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। মানুষ উন্নয়নের পক্ষেই আছে। খালেদা জিয়া ও তার দোসররা এই উন্নয়নে বাধা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন। বিগত নির্বাচনে অংশ না নিয়ে তারা জন সমর্থন হারিয়েছে। যে কারণে এখনো তারা বিভিন্ন ধরনের নীল নকশা করছেন।

আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কে এম হোসেন আলী হাসান, অ্যাড. বিমল কুমার দাস, আব্দুস সামাদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক দানি, যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাকিম প্রমুখ।

মন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরও বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ মেনে নেবে না। এ সকল বাদ দিয়ে সুস্থ ধারায় ফিরে এসে সাধারণ মানুষের জন সমর্থন নিতে হবে। ২০১৯ সালে সাধারণ নির্বাচন হবে। সে নির্বাচনে তৈরি করার জন্য তিনি খালেদা জিয়াকে উপদেশ দেন।

তিনি আরও বলেন, দেশি বিদেশি বিভিন্ন চক্র এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন। যে দুজন বিদেশীকে হত্যা করা হয়েছে, সে হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই করা হবে। এই বিচারে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আহ্বান জানান।

বাদল ভৌমিক/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।