জয় অ্যারিস্টটলের ভাগ্নে : রিজভী


প্রকাশিত: ১০:৩১ এএম, ১২ জুলাই ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের গত কয়েক দিনের বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের নিন্দা জানিয়ে ব্যঙ্গ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জানতাম উনি শেখ রেহানার ভাগ্নে। পর্যায়ক্রমে তিনি জাতীয় ভাগ্নে হয়েছেন। উনার জ্ঞান-গরিমা দেখে মনে হচ্ছে উনি আস্তে আস্তে অ্যারিস্টটলের ভাগ্নে হয়ে যাচ্ছেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে নাসিরউদ্দিন পিন্টুর মুক্তি ও ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হিসেবে দেখতে চাই শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জয়ের লেখাপড়া নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, লেখাপড়া থাকলে দক্ষিণ তালপট্টি নিয়ে জয় এ ধরনের কথা বলতে পারেন না। তালপট্টি বাংলাদেশের একটি অংশ। জিয়া সেখানে বাহিনী পাঠাতে চেয়েছিলেন। দেশ-জাতি সম্পর্কে যাদের বিন্দুমাত্র জ্ঞান না থাকে তারাই এ ধরনের কথা বলতে পারে বলেও মন্তব্য করেন রিজভী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।